সেই শামিন মাহফুজ আবার গ্রেপ্তার, এবার অভিযোগ ‘পাকিস্তানি জঙ্গি যোগ’

 


খবরঃ

জঙ্গিবাদে জড়িত সন্দেহে দুই বছর আগে গ্রেপ্তার হওয়া শামিন মাহফুজ আবারও গ্রেপ্তার হয়েছেন। দুই বছর আগে পুলিশ জানিয়েছিল শামিন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে একটি উগ্রবাদী সংগঠনের প্রতিষ্ঠাতা। এবার তাকে গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক ই তালিবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে। ...মামলাটি দায়ের করেছিল জঙ্গিবাদ দমনে পুলিশের বিশেষায়িত ইউনিট এটিইউ। ওই মামলায় মঙ্গলবার থেকে তাকে রিমান্ডে পেয়েছে এটিইউ। এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের এসপি ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল বলেন, “সাভার মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলার এজাহারে আসামিদের সঙ্গে টিটিপি সম্পৃক্ততার একটা অভিযোগ এনেছেন বাদী। এর আগে ফয়সাল নামে আরও একজনকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।”... ৫ জুলাই সাভার মডেল থানায় ফয়সালসহ আরও পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন এটিইউর পরিদর্শক আব্দুল মান্নান। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আল ইমরান ওরফে ইঞ্জিনিয়ার ইমরান হায়দার, রেজাউল করিম আবরার, আসিফ আদনান, জাকারিয়া মাসুদ এবং সানাফ হোসেন। তারা টিটিপির সঙ্গে সম্পৃক্ত বলে মামলায় অভিযোগ আনা হয়েছে। (https://bangla.bdnews24.com/bangladesh/f0a51c1be775)

মন্তব্যঃ

যালিম হাসিনা সরকারের পতনের পর নতুন বাংলাদেশে তথাকথিত সন্ত্রাসবাদ দমনের নামে আর জঙ্গীবাদের মিথ্যা নাটক মঞ্চস্থ হবে না এটাই ছিল জনগণের আকাঙ্খা। কিন্তু, বিস্ময়কর বিষয় হচ্ছে ছাত্র-জনতার রক্তের উপর গঠিত অন্তর্বর্তী সরকার এক বছরেরও কম সময়ের মধ্যে আবার সেই জঙ্গী নাটক মঞ্চায়ন শুরু করেছে। অর্থাৎ শাসক পরির্বতন হলেও সরকারের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ হয় নাই। কারণ তথাকথিত এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ (War on Terror) উপনিবেশবাদী আমেরিকার বৈশ্বিক এজেন্ডার অংশ। হাসিনা সরকার পশ্চিমাদের এই যুদ্ধে অংশগ্রহণ করে তার জুলুমের শাসনের বৈধতা অর্জন করতো। তাই যখন আওয়ামী লীগ সরকার সন্ত্রাসবাদ দমনের নামে ইসলামপ্র্রিয় জনগণকে মিথ্যা অভিযোগে গ্রেফতার, আয়না ঘরে গুম, ক্রসফায়ারসহ, জঙ্গী হামলার (False Flag Operation) মিথ্যা নাটকের মাধ্যমে নিরীহ মানুষকে নির্যাতন ও হত্যা করছিল তখন উপনিবেশবাদী আমেরিকা হাসিনা সরকারকে শুধু আর্থিক এবং কারিগরি সহযোগিতাই করে নাই, বরং হাসিনা সরকারের জুলুমের প্রশংসা করেছিল। (বিস্তারিত জানতে দেখুনঃ সন্ত্রাসবাদ দমনে সরকারের নীতির প্রশংসা যুক্তরাষ্ট্রের, ডিসেম্বর ২, ২০২৩, ‍দৈনিক দেশ রূপান্তর)। অন্তর্বর্তী সরকারও আমেরিকার সাথে ইসলামের বিরুদ্ধে উপনিবেশবাদীদের এই যুদ্ধে (War on Terror) অংশগ্রহণ করতে উপনিবেশবাদী আমেরিকার সাথে নিবিড়ভাবে কাজ করছে। সম্প্রতি, স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. জাহাঙ্গীর যুক্তরাষ্ট্রের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মেগান বোল্ডিনের সাথে এক মিটিং সন্ত্রাসবাদ দমনের জন্য গঠিত কুখ্যাত বাহিনীগুলোর যেমনঃ এটিউ, সিটিটিসি সক্ষমতা বৃদ্ধির জন্য আর্থিক এবং কারিগরি সহযোগীতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আরও বেশী সহযোগীতা কামনা করেন। (বিস্তারিত জানতে দেখুনঃ বাংলাদেশের নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার,  ১০ জুলাই, ২০২৫, ডেইলি সান)। 

অসভ্য যালিম হাসিনা সরকারের মত ভদ্রবেশী অন্তর্বর্তী সরকারও ইসলামপ্রিয় জনগণের অভিভাবক হতে পারে নাই, কারণ তারাও মুসলিমদের বিশ্বাস এবং আবেগকে ধারণ করে না। অবস্থাদৃষ্ট মনে হচ্ছে, জনগণের স্বার্থ রক্ষা নয়, বরং উপনিবেশবাদীদের স্বার্থ রক্ষাই অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক ম্যান্ডেট। ঈদুল আযহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেয়ার বিরোধিতাকারীদের ‘প্রতিহত’ করার আহ্বান জানিয়েছেন। (বিস্তারিত জানতে দেখুনঃ বন্দর বিদেশিদের দেওয়ার বিরোধিতাকারীদের ‘প্রতিহত’ করুন: প্রধান উপদেষ্টা, জুন ৬, ২০২৫, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)। এটা আবারও প্রমাণিত হলো, মুসলিমদের প্রকৃত অভিভাবক খিলাফত ছাড়া মুসলিম উম্মাহ্‌ নিরাপদ নয়, কারণ খলিফার রাজনৈতিক ম্যান্ডেটই হচ্ছে মুসলিম উম্মাহ্‌’র নিরাপত্তা দেয়া। রাসূলুল্লাহ্‌ (সাঃ) বলেন, “নিশ্চয় ইমাম (খলিফা) হচ্ছে ঢালস্বরূপ, যার অধীনে মুসলিমরা যুদ্ধ করে ও নিজেদের রক্ষা করে” (সহীহ্‌ মুসলিম)। খলিফা উপনিবেশবাদীদের মুসলিমদের উপর আধিপত্য বিস্তারকারী সকল চুক্তি, কাঠামো এবং প্রতিষ্ঠানকে বাতিল করে মুসলিম ভূ-খন্ডকে উপনিবেশবাদীদের আধিপত্য থেকে শুধু মুক্ত করবে না, বরং ইসলামের বিরুদ্ধে উপনিবেশবাদীদের যুদ্ধ War on Terror কে রাজনৈতিক এবং সামরিকভাবে মোকাবেলার মাধ্যমে উপনিবেশবাদীদের পরাজয় নিশ্চিত করবে, ইনশা’আল্লাহ্‌। 

মো: সিরাজুল ইসলাম

Previous Post Next Post